সমুদ্রে ভারতের নয়া ‘প্রহর’! আইসিজি-তে যুক্ত হল প্রথম দেশীয় দূষণ নিয়ন্ত্রণ জাহাজ ‘সমুদ্র প্রতাপ’

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (ICG) শক্তি বাড়াতে যুক্ত হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূষণ নিয়ন্ত্রণ জাহাজ ‘সমুদ্র প্রতাপ’ (Samudra Pratap)। গোয়া শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত এই জাহাজটি সমুদ্রের পরিবেশ রক্ষা এবং জাতীয় নিরাপত্তায় এক যুগান্তকারী মাইলফলক।

কেন ‘সমুদ্র প্রতাপ’ অনন্য? ১১৪.৫ মিটার দৈর্ঘ্য এবং ৪,১৭০ টন ক্ষমতাসম্পন্ন এই জাহাজটি মূলত সমুদ্রে তেল নিঃসরণ এবং রাসায়নিক দূষণ মোকাবিলায় তৈরি করা হয়েছে। এতে রয়েছে বিশ্বের সর্বাধুনিক ‘ডায়নামিক পজিশনিং সিস্টেম’ এবং তেল ও রাসায়নিক শনাক্তকরণ প্রযুক্তি। জাহাজটি ৬০ শতাংশের বেশি দেশীয় সরঞ্জাম দিয়ে তৈরি, যা ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের এক বড় জয়।

সুরক্ষাতেও অপ্রতিরোধ্য: শুধুমাত্র দূষণ নিয়ন্ত্রণই নয়, ‘সমুদ্র প্রতাপ’ সজ্জিত রয়েছে বিধ্বংসী ৩০ মিমি কামান এবং রিমোট-নিয়ন্ত্রিত দুটি গান সিস্টেমের মাধ্যমে। এর ফলে এটি শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত করে আক্রমণ করতেও সক্ষম। আইসিজি কর্মকর্তাদের মতে, ভারতের অর্থনৈতিক অঞ্চল (EEZ) রক্ষা এবং সমুদ্রে উদ্ধারকাজ পরিচালনায় এই জাহাজটি গেমচেঞ্জার হয়ে উঠবে। ৫৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জাহাজটি ২০২২ সালের নভেম্বর থেকে তৈরির কাজ শুরু হয়েছিল, যা এখন দেশের উপকূলের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে প্রস্তুত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy