সবজি থেকে মাছ, প্রায় সবকিছুরই চড়া দাম নিয়ে সাধারণ মানুষের মুখে যখন উষ্মা বাড়ছে, ঠিক তখনই বাজারদর নিয়ন্ত্রণে আনতে আসরে নামল প্রশাসন। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ব্লক আধিকারিক (BDO) এবং পুলিশ যৌথভাবে বাজারে বাজারে পরিদর্শন করে বিক্রেতাদের কঠোরভাবে দাম নিয়ন্ত্রণে রাখার বার্তা দিলেন।
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে করতে এদিন হিঙ্গলগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকায় ঘোরেন ব্লক আধিকারিক দেবদাস গাঙ্গুলী। সঙ্গে ছিল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
ক্রেতা-বিক্রেতা উভয়ের সঙ্গে কথা
আধিকারিকেরা বাজারের সবজি, মাছ, মাংস, ডিম সহ বিভিন্ন দোকানে গিয়ে সরাসরি পরিদর্শন করেন। পাশাপাশি, ক্রেতাদের থেকে সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হয়। এই সময় ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষের সঙ্গেই কথা বলেন আধিকারিকেরা।
ব্লক আধিকারিক দেবদাস গাঙ্গুলী বিক্রেতাদের স্পষ্ট এবং কঠোরভাবে দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো— সাধারণ মানুষ যাতে চড়া দামের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সমস্যায় না পড়েন।
প্রসঙ্গত, সাধারণ মানুষের মুখে প্রায়ই সবজি, মাছ, মাংসের দাম বৃদ্ধির কথা শোনা যায়। এবার প্রশাসনের এই সরাসরি হস্তক্ষেপ বাজারে মূল্য নিয়ন্ত্রণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।