‘সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা!’ নন্দীগ্রামের শহিদ দিবসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ শুভেন্দুর

২০০৭ সালের ৭ জানুয়ারি—বাংলার ভূমি আন্দোলনের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। সেদিনের সেই স্মৃতি বুকে নিয়ে বুধবার ভোরে খেজুর ও নন্দীগ্রামের সংযোগস্থল ভাঙাভেড়া ব্রিজের কাছে শহিদ স্মরণে সামিল হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শ্রদ্ধা নিবেদনের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানাতে ছাড়লেন না তিনি। শুভেন্দু স্পষ্ট ভাষায় বলেন, “নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারির (সুবিধাভোগী) নাম মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী নয়।”

২০০৭ সালে ভূমি উচ্ছেদ বিরোধী আন্দোলনের সময় সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই প্রতি বছর এই দিনে শহিদ স্মরণ কর্মসূচি পালন করা হয়। তবে ২০২০ সালে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর থেকে এই অনুষ্ঠান দুই রাজনৈতিক শিবিরের শক্তিক্ষয়ের লড়াইয়ে পরিণত হয়েছে। এদিন শুভেন্দু রাজ্যের শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “আগামীদিনে প্রকৃত পরিবর্তন হলে তবেই নন্দীগ্রাম খুশি হবে।” রাজ্য রাজনীতিতে নতুন করে ‘আসল পরিবর্তনের’ ডাক দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, বিধানসভা নির্বাচনের রণকৌশল এখন থেকেই স্থির করছেন তিনি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আলাদা করে শহিদ দিবস পালিত হচ্ছে, যা নিয়ে এদিন সকাল থেকেই সরগরম গোটা এলাকা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy