সন্ধ্যের পরই ল্যান্ডফল! অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, প্রশাসনের তৎপরতা তুঙ্গে

বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ (Mantha) ক্রমশ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আজ সন্ধ্যায় বা রাতের মধ্যেই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষত, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় আজই এটি ল্যান্ডফল করবে।

ঘূর্ণিঝড় ‘মন্থা’-র গতিবিধি এবং প্রভাব মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে। ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বিপর্যয়ের আশঙ্কায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় প্রশাসনিক কর্তারা সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। উপকূলীয় এলাকায় চরম সতর্কতা জারি করা হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy