ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থার কড়া অভিভাবক হিসেবে ফের নিজের দাপট দেখাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এবার কেন্দ্রীয় ব্যাঙ্কের নিশানায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ‘কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক’। ব্যাঙ্কিং পরিষেবা ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে ব্যাঙ্কটিকে ৬১.৯৫ লক্ষ টাকার বিশাল অঙ্কের আর্থিক জরিমানা করেছে RBI।
তদন্তে উঠে এসেছে একগুচ্ছ গুরুতর অনিয়ম। প্রথমত, ‘বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট’ (BSBD) অ্যাকাউন্টের ক্ষেত্রে নিয়মের তোয়াক্কা করেনি ব্যাঙ্কটি। একজন গ্রাহকের একটির বেশি এমন অ্যাকাউন্ট থাকা নিষিদ্ধ হলেও, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক তা মানেনি। এছাড়া, ক্রেডিট ব্যুরোকে ঋণগ্রহীতাদের সম্পর্কে ভুল তথ্য প্রদান এবং ব্যবসায়িক প্রতিনিধিদের (BCs) এক্তিয়ার বহির্ভূত কাজের অনুমতি দেওয়ার মতো অভিযোগও প্রমাণিত হয়েছে।
RBI-এর পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও ব্যাঙ্কের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা। বিআর আইনের ধারা 47A(1)(c) লঙ্ঘনের দায়ে এই জরিমানা চাপানো হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। RBI স্পষ্ট জানিয়েছে, এই শাস্তিমূলক ব্যবস্থা শুধুমাত্র ব্যাঙ্কের অভ্যন্তরীণ গাফিলতির জন্য। গ্রাহকদের আমানত, ফিক্সড ডিপোজিট বা দৈনন্দিন লেনদেনের ওপর এর কোনো প্রভাব পড়বে না।