কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইতিহাসে এমন ঘটনা সম্ভবত এই প্রথম। ব্যক্তিগত গাড়ি নয়, যেন নিজস্ব যাতায়াতের ব্যবস্থা—সঙ্গী না আসায় এক যুবতী পা দিয়ে মেট্রোর দরজা আটকে রাখলেন। এর ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল আস্ত ট্রেন। এই অদ্ভুত কাণ্ডের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে, যা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে বিভ্রাট
শনিবার কলকাতা বিমানবন্দর-নোয়াপাড়া মেট্রো স্টেশনের মাঝে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই নজিরবিহীন ঘটনাটি ঘটে। মেট্রো সূত্রে খবর, আপ লাইনে মেট্রোটি স্টেশনে পৌঁছলে ওই যুবতী প্রথমে নিজে গেটের সামনে একটি ব্যাগ রাখেন। এরপর তাঁর সঙ্গী তখনও পৌঁছতে না পারায় তিনি গেটের সামনে পা দিয়ে তা আটকে দাঁড়িয়ে থাকেন।
এই কারণেই স্বয়ংক্রিয় গেটটি বন্ধ হতে পারেনি এবং মেট্রোটিও ছাড়তে পারেনি।
ইঞ্জিনিয়ার ডেকে সমাধান
মেট্রো সূত্রে জানা গিয়েছে, যুবতীর সঙ্গী চলে আসার পরও দীর্ঘক্ষণ এভাবে গেট আটকে রাখায় যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে। ফলে মেট্রোর গেট আর বন্ধ হচ্ছিল না, মেট্রোটিও গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারছিল না।
শেষ পর্যন্ত মোটরম্যান এবং ইঞ্জিনিয়ারদের ডাকতে হয়। দীর্ঘক্ষণ ধরে গেট মেরামত করার পরই সেটি বন্ধ করা সম্ভব হয় এবং মেট্রো পরিষেবা পুনরায় চালু হয়।
কর্তৃপক্ষের তিরস্কার ও অভিযোগ দায়ের
এই কাণ্ডের পর মেট্রো আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ওই যুবতীকে রীতিমতো তিরস্কার করেন। মেট্রো আধিকারিকরা জানিয়েছেন, যেভাবে ব্যক্তিগত কারণে নিজের সঙ্গীর জন্য একটি গণপরিবহণের দরজা আটকে রাখা হলো, তা সম্পূর্ণ নজিরবিহীন। যাত্রীদের দুর্ভোগ বাড়ানোর অভিযোগে ইতিমধ্যেই এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও মেট্রো সূত্র নিশ্চিত করেছে।