এতকাল যেন ঘরের লোক হয়েও কিছুটা দূরেই ছিলেন তিনি। কবিগুরুর সেই প্রিয় ‘দীনু’ ঠাকুর বা দীনেন্দ্রনাথ ঠাকুর, যাঁকে রবীন্দ্রনাথ নিজে ‘আমার সকল গানের ভাণ্ডারী’ বলে সম্বোধন করতেন, অবশেষে তাঁর জন্মদিনে তাঁকে যোগ্য সম্মান জানাল বিশ্বভারতী। শান্তিনিকেতনে ঘটা করে পালিত হল সঙ্গীত ভবনের প্রথম অধ্যক্ষের জন্মদিন। এই বিশেষ দিনে ভক্তদের জন্য প্রদর্শিত হল তাঁর ব্যবহৃত ঐতিহাসিক ‘এসরাজ’টি।
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানকে ‘রবীন্দ্রসঙ্গীত’ নাম দিয়েছিলেন এই দীনেন্দ্রনাথই। ১৮৮২ সালের ১৬ ডিসেম্বর জোড়াসাঁকোয় জন্ম নেওয়া এই সঙ্গীতজ্ঞ বিশ্বভারতীর প্রতিটি উৎসব ও সাংস্কৃতিক বুননে জড়িয়ে ছিলেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে নষ্ট হতে বসা তাঁর বহুমূল্য এসরাজটিকে সম্প্রতি সংরক্ষণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সঙ্গীত ভবনের অধ্যক্ষ শ্রুতি বন্দ্যোপাধ্যায় জানান, এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রটি এখন থেকে রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্রে সংরক্ষিত থাকবে।
জন্মদিন উপলক্ষে এদিন বৈতালিক ও বিশেষ উপাসনার আয়োজন করা হয়। দীনেন্দ্রকুঞ্জ থেকে গান গেয়ে মিছিল করেন পড়ুয়ারা। অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায় বলেন, “দীনেন্দ্রনাথ ছাড়া শান্তিনিকেতনের সঙ্গীত ধারা অসম্পূর্ণ। তাঁর ১৪৪তম জন্মদিনে তাঁর স্মৃতি বিজড়িত এসরাজ প্রদর্শন করে আমরা তাঁকে নতুন করে স্মরণ করলাম।” যোগ্য সম্মান পেয়ে খুশি শান্তিনিকেতনের আশ্রমিক থেকে শুরু করে সাধারণ রবীন্দ্রানুরাগীরাও।