শেয়ার বাজারের অস্থিরতার মাঝেও জহুরির চিনল হিরে! বুধবার বিএসই-তে (BSE) টাটা গ্রুপের অন্যতম সফল কোম্পানি টাইটানের শেয়ার ৪.১% বৃদ্ধি পেয়ে ৪২৬৫ টাকার সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। মূলত তৃতীয় ত্রৈমাসিকের (Q3FY26) অভাবনীয় ব্যবসায়িক আপডেট আসার পরেই বিনিয়োগকারীদের মধ্যে এই শেয়ার কেনার হিড়িক পড়ে যায়।
টাইটানের রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বর প্রান্তিকে তাদের ভোক্তা ব্যবসা গত বছরের তুলনায় ৪০% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে গয়না ব্যবসায় (তানিষ্ক ও ক্যারেটলেন) প্রবৃদ্ধি হয়েছে ৪১%। আশ্চর্যের বিষয় হলো, অ্যানালগ ঘড়ির চাহিদা ১৭% বৃদ্ধি পেলেও স্মার্টওয়াচের বিক্রি ২৬% হ্রাস পেয়েছে। অর্থাৎ, ফ্যাশন দুনিয়া এখন ফের ক্ল্যাসিক ঘড়ির দিকেই ঝুঁকছে। এছাড়াও সুগন্ধি ও আইকেয়ার বিভাগেও লক্ষ্যণীয় উন্নতি হয়েছে।
বিদেশি ব্রোকারেজ ফার্ম ‘নোমুরা’ টাইটানের এই দৌড়ে অত্যন্ত আশাবাদী। তারা স্টকের লক্ষ্যমাত্রা ৪,৫০০ টাকা নির্ধারণ করে ‘বাই’ রেটিং বজায় রেখেছে। ভবিষ্যৎ পরিকল্পনায় টাইটান এখন ‘beYon’ ব্র্যান্ডের মাধ্যমে ল্যাব-গ্রোভড হিরের বাজার ধরতে চলেছে। বিয়ের মরশুম এবং আন্তর্জাতিক স্তরে স্টোরের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা টাটার এই সংস্থাকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।