পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের বেলাড় ভূরকুন্ডা উচ্চ বিদ্যালয় বর্তমানে সংবাদের শিরোনামে। হারিয়ে যেতে বসা বাংলার প্রাচীন ঐতিহ্যকে পাঠ্যক্রমের অংশ করে নিয়ে এক অনন্য নজির গড়েছে এই স্কুল। পিছিয়ে পড়া এলাকা হওয়ায় যেখানে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা ছিল উদ্বেগজনক, সেখানেই এখন ছাত্রছাত্রীরা ভিড় করছে রণপা চড়া আর লাঠিখেলা শিখতে।
স্কুলের প্রধান শিক্ষক সুব্রত নায়েকের উদ্যোগে এবং সহ-শিক্ষকদের সক্রিয় সহযোগিতায় এখানে শুধু বইয়ের পাঠই নয়, দেওয়া হচ্ছে ক্যারাটে, নাচ, গান ও আঁকার তালিম। ছাত্রীরা শিখছে লাঠিখেলার মাধ্যমে আত্মরক্ষার কৌশল। পড়ুয়ারা জানিয়েছে, বাইরে যে শিক্ষা অর্থের বিনিময়ে শিখতে হয়, স্কুলে তা বিনামূল্যে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। শিক্ষকদের এই অভিনব ভাবনায় স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়ার পাশাপাশি গ্রামবাংলার লোকসংস্কৃতিও নতুন প্রাণ পাচ্ছে।