শুরু হল সেই প্রতীক্ষিত স্কুটারের অ্যাসেম্বলি! প্রিমিয়াম লুকে VLF Mobster 135 এল প্রোডাকশনে, ডেলিভারি কবে থেকে?

অবশেষে VLF তাদের প্রথম পেট্রলচালিত ভারতীয় স্কুটার VLF Mobster 135-কে প্রোডাকশন পর্যায়ে নিয়ে এল। মহারাষ্ট্রের কল্যাণপুর প্ল্যান্টে এখন এই প্রিমিয়াম স্কুটারের অ্যাসেম্বলি শুরু হয়েছে। সংস্থা জানিয়েছে, সবকিছু পরিকল্পনা মতো চললে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই ক্রেতাদের কাছে ডেলিভারি শুরু হবে।

লঞ্চের পর থেকেই বিপুল সাড়া:

Mobster 135 প্রথম প্রকাশিত হয় সেপ্টেম্বর ২০২৫-এ, তখন এর ইন্ট্রোডাক্টরি দাম রাখা হয়েছিল ১.৩০ লাখ টাকা (এক্স-শোরুম)। লঞ্চের প্রথম মাসেই স্কুটারটি ২৫০০-এর বেশি বুকিং পায় এবং প্রথম ৪৮ ঘণ্টায় বুকিং সংখ্যা ১০০০ ইউনিট ছুঁয়ে ফেলে। এই বিপুল চাহিদার কারণে অক্টোবর মাসে আরও ৫০০ ইউনিট যোগ করে মোট বরাদ্দ ৩০০০ ইউনিটে বাড়ানো হয়। এই ব্যাচ শেষ হলেই স্কুটারটির দাম বেড়ে হবে ১.৩৮ লাখ টাকা।

ডিজাইন ও প্রিমিয়াম ফিচার:

বিখ্যাত ইতালীয় ডিজাইনার Alessandro Tartarini-এর হাতে এর স্টাইলিং হওয়ায়, Mobster 135-এর ডিজাইনে অ্যাডভেঞ্চার স্কুটার ও স্ট্রিটফাইটার—দুইয়ের মিশ্রণ পাওয়া যায়। তীক্ষ্ণ বডিওয়ার্ক, টুইন প্রজেক্টর হেডল্যাম্প এবং পূর্ণ LED সেটআপ একে একটি আক্রমণাত্মক ও প্রিমিয়াম লুক দিয়েছে।

ফিচারের মধ্যে রয়েছে ৫.০-ইঞ্চির TFT ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, কী-লেস ইগনিশন, অটো স্টার্ট/স্টপ, আলোকিত সুইচগিয়ার এবং সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল (Switchable Traction Control)। নিরাপত্তার জন্য সংস্থা অতিরিক্ত হিসাবে ড্যাশক্যামের অপশনও দিচ্ছে।

ইঞ্জিন ও নিরাপত্তা:

এই স্কুটারে ব্যবহৃত হয়েছে ১২৫ cc লিকুইড-কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা ১২.১ bhp শক্তি এবং ১১.৭ Nm টর্ক উৎপাদন করে। এর টপ স্পিড ১০৫ kmph বলে দাবি করা হয়েছে।

ব্রেকিং-এর ক্ষেত্রে Mobster 135 এখন পর্যন্ত ভারতের একমাত্র ১২৫ cc স্কুটার, যাতে সুইচেবল ডুয়াল-চ্যানেল ABS দেওয়া হয়েছে। এতে ১২-ইঞ্চি অ্যালয় হুইল এবং ডুয়াল-পারপাস টায়ার রয়েছে। স্কুটারটির মাইলেজ দাবি করা হয়েছে ৪৬ kmpl।

Mobster 135 সরাসরি Hero Xoom 160, TVS NTorq 150, Aprilia SR 175 ও Yamaha Aerox 155-এর মতো মডেলগুলির সঙ্গে প্রিমিয়াম পারফরম্যান্স স্কুটার সেগমেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy