শুধু জন্মস্থান ‘অরুণাচল প্রদেশ’! সাংহাই বিমানবন্দরে ভারতীয় পাসপোর্টকে ‘অবৈধ’ ঘোষণা, ১৮ ঘণ্টা ধরে হয়রানির অভিযোগ

ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত প্রিমা ওয়াংজম থংডক সাংহাই পুডং বিমানবন্দরে তাঁর ভারতীয় পাসপোর্টকে ‘অবৈধ’ ঘোষণার অভিযোগে চরম হয়রানির শিকার হয়েছেন। লন্ডন থেকে জাপান যাওয়ার পথে ২১ নভেম্বর তিন ঘণ্টার ট্রানজিট ১৮ ঘণ্টার দুঃসহ অভিজ্ঞতায় পরিণত হয়।

ইমিগ্রেশন কাউন্টারে হয়রানি

প্রিমার অভিযোগ, ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দেওয়ার পর এক মহিলা আধিকারিক তাঁকে ডেকে নিয়ে বলেন, “অরুণাচল? এই পাসপোর্ট তো বৈধ নয়”। কারণ জানতে চাইলে স্পষ্ট উত্তর মেলে: “অরুণাচল চিনের অংশ। কাজেই এই পাসপোর্ট অবৈধ।”

প্রিমা হতবাক হয়ে জানান, গত বছরও তিনি একই বিমানবন্দর দিয়ে ট্রানজিট করেছিলেন, কোনো সমস্যা হয়নি। লন্ডনস্থ চিনা দূতাবাস থেকেও তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল যে ভারতীয় নাগরিকদের ট্রানজিটে কোনো বাধা নেই।

১৮ ঘণ্টা আটকে রেখে অপমান

এরপর শুরু হয় আরও অপমানজনক আচরণ। প্রিমার দাবি, একাধিক ইমিগ্রেশন আধিকারিক ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কর্মীরা তাঁকে নিয়ে হাসাহাসি করেন, ব্যঙ্গ করেন এবং তাঁকে “চিনের পাসপোর্ট নিন” বলেও মন্তব্য করেন।

১৮ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকার সময় তাঁকে খাবার, পরিষ্কার তথ্য বা প্রয়োজনীয় সুবিধা কিছুই দেওয়া হয়নি। তাঁর বৈধ জাপান ভিসা থাকা সত্ত্বেও তাঁকে বোর্ডিংয়ের অনুমতি দেওয়া হয়নি এবং পাসপোর্ট ফেরত না দেওয়ায় তিনি নতুন টিকিটও কাটতে পারেননি। পরে চাপ সৃষ্টি করে তাঁকে চায়না ইস্টার্ন-এর নতুন টিকিট কিনতে বাধ্য করা হয়।

ভারতীয় কনসুলেটের হস্তক্ষেপ

অবশেষে যুক্তরাজ্যে থাকা এক বন্ধুর মাধ্যমে প্রিমা সাংহাইয়ের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করেন। ভারতীয় আধিকারিকেরা হস্তক্ষেপ করার পরই গভীর রাতে তাঁকে শহর ছাড়ার অনুমতি দেওয়া হয়।

এই ঘটনার পর প্রিমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশসচিব ও সংশ্লিষ্ট দফতরগুলিকে চিঠি লিখে অভিযোগ করেন, “এটি ভারতের সার্বভৌমত্বের সরাসরি অপমান, বিশেষ করে অরুণাচল প্রদেশের নাগরিকদের প্রতি নির্যাতন।” তিনি চিনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া কূটনৈতিক প্রতিবাদ, কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy