বছরের শেষ লগ্ন এবং বিয়ের মরসুমের ঠিক আগে কলকাতার সোনা প্রেমীদের জন্য বড় সুখবর। শুক্রবার, ১৯ ডিসেম্বর মহানগরে সোনার দামে বড়সড় পতন লক্ষ্য করা গেল। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতার জেরে আজ এক ধাক্কায় অনেকটা কমেছে হলুদ ধাতুর দর।দাম কমার কারণ কী?বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন সুদের হার নিয়ে জল্পনা এবং ডলার সূচকের ওঠানামার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা চলছে। তার সরাসরি প্রভাব পড়েছে কলকাতার বুলিয়ন মার্কেটে। বছরের শেষে এসে বড় বিনিয়োগকারীরা মুনাফা বুক করায় সোনার ওপর চাপ তৈরি হয়েছে।আজকের কলকাতার সোনার দর (১৯ ডিসেম্বর, ২০২৫)কলকাতায় আজ প্রতি গ্রামে সোনার দাম গড়ে ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত কমেছে। নিচে বিস্তারিত রেট চার্ট দেওয়া হল:সোনার ধরন (ক্যারোট)প্রতি গ্রাম১০ গ্রাম (১ ভরি)পরিবর্তন (গ্রাম প্রতি)২৪ ক্যারাট (পিওর)১৩,৪১৮ টাকা১,৩৪,১৮০ টাকা- ৬৬ টাকা২২ ক্যারাট (গয়না)১২,৩০০ টাকা১,২৩,০০০ টাকা- ৬০ টাকা১৮ ক্যারাট১০,০৬৪ টাকা১,০০,৬৪০ টাকা- ৪৯ টাকাবিগত এক সপ্তাহের ট্রেন্ডগত এক সপ্তাহে সোনার বাজার ছিল রোলার-কোস্টারের মতো। ১৫ ও ১২ ডিসেম্বর বড় লাফ দেখা গেলেও, ১৬ ডিসেম্বরের পর থেকে বাজারে সংশোধনের পালা শুরু হয়েছে। আজকের পতন ক্রেতাদের জন্য বড় সুযোগ হতে পারে বলে মনে করা হচ্ছে।
Home
OTHER NEWS
শুক্রবারই সস্তা হল সোনা! কলকাতায় এক ধাক্কায় অনেকটা কমল দর, পকেটে স্বস্তি সাধারণ মানুষের