বাঁকুড়া জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন বিজেপির রাজ্য মুখপাত্র জিতেন্দ্র তেওয়ারি। তাঁর মতে, বালি-কয়লা পাচার, চাকরি বিক্রি এবং সরকারি উন্নয়ন প্রকল্পের ‘কাটমানি’ খাওয়াই যদি উন্নয়নের সংজ্ঞা হয়, তবেই রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে। এদিন তিনি “পশ্চিমবঙ্গ শিল্পের শ্মশানভূমি” নামক একটি বই প্রকাশ করে দাবি করেন, তৃণমূল জমানায় রাজ্যে শিল্পের পরিবেশ নষ্ট হয়েছে এবং ঋণের বোঝা বেড়েছে।
তিনি আরও অভিযোগ করেন, পরিকাঠামো ছাড়াই সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে, যার ফল ভুগছেন সাধারণ মানুষ। এদিকে জিতেন্দ্র তেওয়ারির এই আক্রমণকে আমল না দিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী মানস ভুঁইঞা। তিনি জানান, রাজ্য সরকার শিল্পায়নের সঠিক পথেই চলছে এবং বিজেপি মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যা প্রচার চালাচ্ছে।