আজকের দিনটি তিলোত্তমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে দেশ-বিদেশের বিনিয়োগকারীদের নিয়ে বসছে হাই-ভোল্টেজ বিজনেস কনক্লেভ, অন্যদিকে বিকেলেই পার্ক স্ট্রিটে সূচনা হতে চলেছে বড়দিনের বর্ণাঢ্য উৎসবের। দু’টি অনুষ্ঠানেরই মধ্যমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ১২টা থেকে শুরু হতে চলেছে ‘বিজনেস ও ইন্ডাস্ট্রি কনক্লেভ’। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) ধাঁচে বড় আয়োজন না হলেও, এবারের কনক্লেভটি অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আয়োজিত হচ্ছে।
১৫ বছরের খতিয়ান: তৃণমূল জমানার গত ১৫ বছরে রাজ্যে শিল্পক্ষেত্রে কী কী উন্নতি হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট কার্ড আজ পেশ করবেন মুখ্যমন্ত্রী।
বিনিয়োগের সম্ভাবনা: মূলত পর্যটন, শিক্ষা, খাদ্য প্রক্রিয়াকরণ এবং তথ্যপ্রযুক্তি— এই ক্ষেত্রগুলোতে বিনিয়োগ টানতে বিশেষ জোর দেওয়া হবে।
বিজিবিএস-এর ফলোআপ: গত কয়েক বছরে বাণিজ্য সম্মেলন থেকে যে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল, তার মধ্যে কতগুলি বাস্তবায়িত হয়েছে, সেই তথ্যও আজ তুলে ধরা হতে পারে।
অ্যালেন পার্কে আগাম বড়দিন
শিল্প সম্মেলন শেষ করেই মুখ্যমন্ত্রী পৌঁছবেন পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে। বড়দিন আসতে এখনও সপ্তাহখানেক দেরি থাকলেও, সরকারিভাবে আজই ‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল’-এর উদ্বোধন করবেন তিনি।
আলোর সাজে পার্ক স্ট্রিট: আজ থেকেই উৎসবের আলোকসজ্জায় সেজে উঠবে শহরের হৃদপিণ্ড।
সাংস্কৃতিক আয়োজন: অ্যালেন পার্কে থাকবে সংগীত ও বিচিত্রানুষ্ঠান, যা চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত।
এক নজরে আজকের কর্মসূচি:
দুপুর ১২টা: ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস কনক্লেভের সূচনা।
বিকাল ৪টে (সম্ভাব্য): অ্যালেন পার্কে বড়দিন উৎসবের উদ্বোধন।
রাজ্যের শিল্পায়ন এবং উৎসবের আমেজ— এই দুইয়ের মেলবন্ধনে আজ কার্যত নজরকাড়া সাজে সেজেছে কলকাতা।