হাসপাতালে সুস্থ হতে এসে চরম লাঞ্ছনার শিকার হলেন অরুণ পনওয়ার নামে এক রোগী। হিমাচল প্রদেশের শিমলার নামী সরকারি হাসপাতাল ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজে (IGMC) সোমবার এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মরত চিকিৎসকের বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত: অরুণ পনওয়ারের অভিযোগ অনুযায়ী, ব্রঙ্কোস্কপি পরীক্ষার পর তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি পাশের একটি ওয়ার্ডে শুয়ে পড়েন এবং অক্সিজেনের জন্য অনুরোধ করেন। সেই সময় সংশ্লিষ্ট চিকিৎসক এসে তাঁর ওপর চড়াও হন। অরুণ প্রশ্ন করেছিলেন চিকিৎসক কেন তাঁকে ‘তু’ করে সম্বোধন করছেন, আর তাতেই মেজাজ হারান চিকিৎসক।
ভাইরাল ভিডিও: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, শয্যাশায়ী রোগীকে কার্যত অসহায় অবস্থায় উপর্যুপরি ঘুষি মারছেন ওই চিকিৎসক। রোগী বারবার নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও চিকিৎসক থামেননি। এই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজন ও স্থানীয় মানুষ।
কর্তৃপক্ষের পদক্ষেপ: হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হলে তড়িঘড়ি হস্তক্ষেপ করে কর্তৃপক্ষ। আইজিএমসি-র মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট ডাঃ রাহুল রাও জানিয়েছেন:
-
ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
-
অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।
-
তদন্ত রিপোর্ট আসার পরই পরবর্তী কড়া পদক্ষেপ নেওয়া হবে।