শাহর সফরের আগেই দিল্লিতে তলব নিশীথকে! শাহ-নিশীথ মেগা বৈঠকে কি তবে বঙ্গে বড় কোনো রদবদলের ইঙ্গিত?

আর মাত্র তিনদিন, তারপরেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাঁর এই হাই-প্রোফাইল সফরের আগেই দিল্লিতে শাহর বাসভবনে তাঁর প্রাক্তন ‘ডেপুটি’ নিশীথ প্রামাণিকের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক।

রাজনৈতিক সূত্রের খবর, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষ করে উত্তরবঙ্গ, যা গেরুয়া শিবিরের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে আসন ধরে রাখতে এবং সংগঠনকে আরও চাঙ্গা করতেই নিশীথকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উত্তরবঙ্গের সামগ্রিক নিরাপত্তা ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

নিশীথ প্রামাণিক একসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে সরাসরি অমিত শাহর অধীনে কাজ করেছেন। ২০১৯-এ কোচবিহার থেকে জয়ের পর তিনি দিল্লি ও রাজ্যের রাজনীতিতে বিশেষ গুরুত্ব পান। যদিও ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার কাছে তাঁকে হারতে হয়, কিন্তু কোচবিহারে বিজেপির ভিত মজবুত করার ক্ষেত্রে নিশীথের বিকল্প এখনও খুঁজে পায়নি দল।

আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শমীক ভট্টাচার্যরা বারবার দাবি করছেন, রাজ্যে পালাবদল শুধু সময়ের অপেক্ষা। এই আবহে কোচবিহারের সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ এবং ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ার মতো স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে শাহ-নিশীথ বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈঠক শেষে নিশীথ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “তাঁর (অমিত শাহ) সঙ্গে কথা বললে নতুন শক্তি ও অনুপ্রেরণা পাওয়া যায়।” শাহর বঙ্গ সফরের আগে এই বৈঠক রাজ্য রাজনীতির সমীকরণ কোন দিকে ঘোরায়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy