বীরভূমের সিউড়ি শহর থেকে মাত্র ২-৩ কিলোমিটার দূরে অবস্থিত তসরকাটা এখন শীতকালীন পিকনিকের হটস্পট। শাল ও সোনাঝুরি জঙ্গলে ঘেরা এই শান্ত ও নির্জন এলাকা পর্যটকদের মন কাড়লেও, পরিকাঠামোর কঙ্কালসার দশা নিয়ে উঠছে বিস্তর অভিযোগ। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত এখানে তিল ধারণের জায়গা থাকে না, কিন্তু নূন্যতম সুযোগ-সুবিধা না থাকায় ক্ষোভ বাড়ছে পর্যটকদের মধ্যে।
পিকনিক করতে আসা পর্যটকদের প্রধান অভিযোগ পানীয় জল এবং শৌচাগার নিয়ে। এলাকায় একটি মাত্র কল থাকলেও তার জল আয়রনযুক্ত হওয়ায় তা পান করার অযোগ্য। ফলে দূর-দূরান্ত থেকে আসা মানুষদের জলের জন্য চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পর্যটক শুভাশিস ঘোষাল আক্ষেপের সুরে জানান, “জায়গাটি অসাধারণ হলেও মহিলা ও পুরুষদের জন্য আলাদা শৌচাগারের কোনো ব্যবস্থা নেই। এমনকি সাধারণ কোনো টয়লেটও করে উঠতে পারেনি প্রশাসন।”
প্রতি বছর কয়েক হাজার মানুষ ভিড় জমালেও বীরভূমের এই জনপ্রিয় স্পটে পরিকাঠামোর এই অভাব পর্যটন বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে পর্যটকদের আর্জি, দ্রুত পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা করা হোক, যাতে আগামী দিনে তসরকাটা বীরভূমের অন্যতম আদর্শ পর্যটন কেন্দ্রে পরিণত হয়।