লোকসভা নির্বাচনের আগে BIG সিদ্ধান্ত! বুথ লেভেল অফিসারদের জন্য ৬১ কোটি টাকা মঞ্জুর করল রাজ্য

রাজ্যে নিবিড় সংশোধন প্রক্রিয়া (Special Intensive Revision Process বা SIR)-এর কাজ মসৃণভাবে পরিচালনার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই কাজে প্রধান ভূমিকা পালনকারী বুথ লেভেল অফিসারদের (BLO) পারিশ্রমিক বাবদ ৬১ কোটি টাকা অনুমোদন করেছে রাজ্য সরকার, নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

SIR-এর কাজের জন্য BLO-দের বরাদ্দ অর্থ ছাড়

নির্বাচন কমিশন আগেই নবান্নকে চিঠি দিয়ে SIR-এর কাজের জন্য BLO-দের বকেয়া পারিশ্রমিক দ্রুত ছাড় করার আবেদন জানিয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই রাজ্যের অর্থ দপ্তর থেকে মোট ৬১ কোটি টাকা অনুমোদন করা হয়েছে বলে CEO দপ্তর সূত্রে খবর। এই বিশাল অঙ্কের অর্থ রাজ্যে কর্মরত সমস্ত BLO-দের মধ্যে নিয়ম অনুযায়ী ভাগ করে দেওয়া হবে।

SIR-এর কাজ মূলত BLO-দের কাঁধেই নির্ভর করে। রাজ্যের CEO মনোজকুমার আগরওয়াল সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে BLO-দের ভূমিকার প্রশংসা করে তাঁদের ‘হিরো’ আখ্যা দেন। একাংশের বিক্ষোভের মধ্যেও তাঁদের দ্রুত কাজ শেষ করার প্রচেষ্টাকে সম্মান জানাতে জেলায় জেলায় বহু BLO-কে সংবর্ধনাও দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, SIR-এর জন্য এই পৃথক পারিশ্রমিক দেওয়ার দায়িত্ব রাজ্যের।

বাংলায় বাড়তি নজরদারি: আরও পাঁচ পর্যবেক্ষক পাঠাল কমিশন

এদিকে, সোমবারই রাজ্যে আরও পাঁচজন নতুন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এর আগে বিশেষ পর্যবেক্ষক হিসেবে প্রাক্তন IAS সুব্রত গুপ্ত সহ মোট ১২ জন পর্যবেক্ষক নিযুক্ত ছিলেন। নতুন করে ১৮ জন পর্যবেক্ষককে বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে, যার মধ্যে বাংলায় এসেছেন পাঁচজন। এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যে নির্বাচন প্রক্রিয়ার ওপর কমিশনের বাড়তি নজরদারি স্পষ্ট।

অন্যদিকে, এনিউমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ করার সময়সীমা প্রায় শেষ। আগামী ১১ তারিখের মধ্যেই BLO-দের এই কাজ সম্পন্ন করতে হবে। সোমবার দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে ৯৯.৬৪ শতাংশ ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy