লিভ-ইন সম্পর্ক অপরাধ নয়, যুগলদের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের কর্তব্য: যুগান্তকারী রায় এলাহাবাদ হাইকোর্টের

লিভ-ইন রিলেশনশিপ নিয়ে বড়সড় নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি বিবেক কুমার সিং জানিয়েছেন, দুই প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ বিবাহ বহির্ভূতভাবে একসঙ্গে থাকলে তাকে ‘অবৈধ’ বা ‘অপরাধ’ বলা যাবে না। সমাজের কাছে এই সম্পর্ক গ্রহণযোগ্য না হলেও, ব্যক্তিগত পছন্দ ও জীবনের অধিকারের প্রতি রাষ্ট্রকে সম্মান জানাতে হবে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি তাঁর পছন্দের সঙ্গী বেছে নিলে পরিবার বা সমাজ তাতে হস্তক্ষেপ করতে পারবে না। হাইকোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছে, লিভ-ইন যুগলরা সুরক্ষার আবেদন জানালে তাঁদের বয়সের শংসাপত্র খতিয়ে দেখে দ্রুত নিরাপত্তা প্রদান করতে হবে। এমনকি পর্যাপ্ত নথিপত্র না থাকলে হাড় পরীক্ষার (Ossification Test) মাধ্যমে বয়স নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। কোনো এফআইআর ছাড়া পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিতে পারবে না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy