শীতের রাতে হাড়কাঁপানো ঠান্ডা, অথচ বুনিয়াদপুর রেল স্টেশনের ‘ফার্স্ট ক্লাস’ ওয়েটিং রুমে ঝুলছে বড়সড় তালা! স্টেশনে আধুনিক প্রতীক্ষালয় থাকা সত্ত্বেও কেন যাত্রীদের খোলা প্ল্যাটফর্মে রাত কাটাতে হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগের তির সরাসরি স্টেশন মাস্টার অসিত দাসের দিকে।
যাত্রীদের ভোগান্তি: দূরপাল্লার যাত্রীদের অভিযোগ, কাটিহার ডিভিশনের ইঞ্জিনিয়ারের নির্দেশ সত্ত্বেও ওয়েটিং রুম খোলা হচ্ছে না। বিশেষ করে মহিলা, শিশু ও প্রবীণ নাগরিকরা এই তীব্র শীতে চরম বিপাকে পড়েছেন। এমনকি শৌচালয় ব্যবহার করতে হলেও স্টেশন মাস্টারের কাছ থেকে চাবি চেয়ে আনতে হচ্ছে, যা রীতিমতো অপমানজনক।
রেল পুলিশের বিস্ফোরক দাবি: খোদ রেল পুলিশের আধিকারিক কৃষ্ণেন্দু দাস স্টেশনের অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর দাবি, তিনি বারবার স্টেশন মাস্টারকে অনুরোধ করলেও তিনি ‘গা জোয়ারি’ করে দরজা বন্ধ রাখছেন। এই পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন নিত্যযাত্রীরা।