রেলে চাকরির দারুণ সুযোগ! রাইটস লিমিটেডে ৪০০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, মাসিক বেতন ৪২,৪৭৮ টাকা

বছর শেষে চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। রেল মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটস লিমিটেড (RITES Limited)-এ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম—সমস্ত অঞ্চলেই পোস্টিং দেওয়া হবে নিযুক্তদের।

শূন্যপদ এবং বিভাগ:

রাইটস লিমিটেডে মোট ৪০০টি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। কাজের সুযোগ পাওয়া যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে:

সিভিল (Civil)

ইলেকট্রিক্যাল (Electrical)

সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন (Signal & Telecommunication)

মেকানিক্যাল (Mechanical)

মেটালার্জি (Metallurgy)

কেমিক্যাল (Chemical)

ইনফরমেশন টেকনোলজি (Information Technology)

ফুড টেকনোলজি (Food Technology)

ফার্মাসি (Pharmacy)

শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা:

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ২ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের সীমা: প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

বেতন ও কর্মক্ষেত্র:

চুক্তিভিত্তিক এই পদে প্রাথমিকভাবে কাজের মেয়াদ থাকবে এক বছর, যা কর্মদক্ষতার ভিত্তিতে বাড়ানো হতে পারে। নিযুক্তদের মাসিক বেতন হবে ৪২,৪৭৮ টাকা। কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে।

আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদনমূল্য: অসংরক্ষিতদের জন্য ৬০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য ৩০০ টাকা।

আবেদনের শেষ দিন: ২৫ ডিসেম্বর।

নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

লিখিত পরীক্ষার তারিখ: আগামী বছরের ১১ জানুয়ারি। (ইন্টারভিউয়ের দিন পরে জানানো হবে।)

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy