ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হওয়া ‘সেবাশ্রয় ২’ প্রকল্প এক অনন্য মাইলফলক স্পর্শ করল। গত ২১ দিনের টানা কর্মসূচিতে শুধুমাত্র বজবজ বিধানসভা এলাকাতেই প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষ সরাসরি পরিষেবা পেয়েছেন। এই অভাবনীয় সাফল্যের পর সোমবার থেকে প্রকল্পের পরবর্তী গন্তব্য হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র।
স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে মানবিক সহায়তা—এক ছাদের তলায় সব পরিষেবা পৌঁছে দিতেই সাংসদের এই উদ্যোগ। বজবজে এই দফার ক্যাম্প চলাকালীন মহেশতলার ১৩ জন প্রবীণ নাগরিকের চোখের ছানি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। রেণুকা আই ইনস্টিটিউটে চিকিৎসার পর দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে তাঁরা ফিরে পেয়েছেন স্বাভাবিক দৃষ্টিশক্তি। তৃণমূল নেতৃত্বের দাবি, এই প্রকল্প সাধারণ মানুষের কাছে এখন পরম ভরসার নাম। বজবজের পর এবার বিষ্ণুপুরের প্রতিটি মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে প্রস্তুতি শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিটি পিছিয়ে পড়া মানুষকে এই ক্যাম্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।