দলের সাংসদদের শৃঙ্খলা ও কাজের ধরণ নিয়ে এবার সরাসরি আসরে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সংসদ চত্বরে তৃণমূলের দলীয় কার্যালয়ে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে এক বিশেষ বৈঠকে বসেন তিনি। সূত্রের খবর, এদিনের বৈঠকে বেশ কয়েকজন সাংসদের কার্যকলাপে উষ্মা প্রকাশ করেছেন অভিষেক।
সাংসদদের প্রতি অভিষেকের কড়া দাওয়াই:
-
ব্যক্তিগত দেখা-সাক্ষাতে না: সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কয়েকজন সাংসদের দেখা করা নিয়ে দলের ভেতরে মতবিরোধ তৈরি হয়েছিল। অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন, এলাকার সমস্যার কথা জানাতেই পারেন, কিন্তু একা একা বা নিজের মতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করতে যাওয়া চলবে না। যা করতে হবে দলের নেতৃত্বকে জানিয়ে এবং দলের লাইন মেনেই করতে হবে।
-
সোশ্যাল মিডিয়ায় রাশ: অনেক সাংসদই বর্তমানে ‘রিলস’ (Reels) বানানোয় ব্যস্ত থাকেন। অভিষেক এদিন পরামর্শ দিয়েছেন, রিলস বানিয়ে সময় নষ্ট না করে সেই সময়টা এলাকার মানুষের সমস্যার সমাধানে ব্যয় করুন।
-
সংসদে হাজিরা: সংসদে উপস্থিতি বা অ্যাটেনডেন্স নিয়ে কোনও আপস করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেয়ে দলের কথা এবং মানুষের দাবি সংসদে জোরালোভাবে তুলে ধরার ওপর জোর দিয়েছেন অভিষেক।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা: অভিষেকের এই বার্তার নেপথ্যে রয়েছে দলের ঐক্য বজায় রাখা। অনেক সময় সাংসদরা নিজেদের মতো করে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখলে ভুল বার্তা যায়। সেই ‘গ্যাপ’ পূরণ করতেই এদিন শৃঙ্খলা রক্ষার পাঠ দিলেন দলের সেকেন্ড-ইন-কমান্ড।
এখন দেখার, অভিষেকের এই কড়া বার্তার পর তৃণমূল সাংসদদের দিল্লি-নীতিতে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে কতটা বদল আসে।