রাজনীতি পাশে সরিয়ে পাত পেড়ে খাওয়া! গড়করির হাতের ‘ইউটিউব স্পেশাল’ রান্নায় মজে প্রিয়াঙ্কা

সংসদের অন্দরে যুযুধান দুই পক্ষ হলেও, সৌজন্যের রাজনীতি যে এখনও ফুরিয়ে যায়নি তার প্রমাণ মিলল বৃহস্পতিবার। কেরলের ওয়ানাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এদিন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির ঘরে গিয়েছিলেন তাঁর সংসদীয় এলাকার কয়েকটি রাস্তা সংস্কারের দাবি নিয়ে। তবে কাজের কথার পাশাপাশি মন্ত্রীর ঘরে চলল দেদার আড্ডা আর ভূরিভোজ।

প্রিয়াঙ্কার এলাকার ৬টি রাস্তা নিয়ে আলোচনার মাঝেই গড়করি রসিকতা করে বলেন, “ভাইয়ের (রাহুল গান্ধী) কাজ করে দিয়েছি, বোনের কাজ না করলে তো আপনি বলবেন কাজ হয়নি!” গড়করির এই ঠাট্টায় হাসির রোল ওঠে ঘরে। শুধু আশ্বাস দেওয়াই নয়, নীতিন গড়করি এদিন নিজে ইউটিউব দেখে বানানো একটি বিশেষ ভাতের পদ প্রিয়াঙ্কা ও দীপেন্দর সিং হুডাকে খেতে দেন। রাইস বল আর চাটনির সেই স্বাদ নিয়ে রাজনৈতিক মতভেদ ভুলে খোশগল্পে মাতলেন কংগ্রেস নেত্রী। প্রিয়াঙ্কাও আত্মবিশ্বাসের সঙ্গে জানান, কেরলে কংগ্রেস ক্ষমতায় ফিরলেই থমকে থাকা উন্নয়নের কাজগুলি দ্রুত শুরু হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy