রবিবার নাকি সোমবার? ২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেটের তারিখ নিয়ে ধোঁয়াশা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্যাবিনেট কমিটি।

আগামী ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট ঠিক কবে পেশ হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। ২০১৭ সাল থেকে ১ ফেব্রুয়ারি বাজেট পেশের প্রথা চালু থাকলেও, আগামী বছর ওই দিনটি রবিবার হওয়ায় তৈরি হয়েছে জটিলতা। সূত্রের খবর, ৩১ জানুয়ারি (শনিবার), ১ ফেব্রুয়ারি (রবিবার) নাকি ২ ফেব্রুয়ারি (সোমবার)— ঠিক কোন দিন অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে সংসদীয় বিষয়ক মন্ত্রিসভা কমিটির (CCPA) ওপর।

১ ফেব্রুয়ারি বাজেট পেশ না করার নেপথ্যে দুটি প্রধান কারণ উঠে আসছে। প্রথমত, ওইদিন রবিবার হওয়ায় সরকারি অফিস ও শেয়ার বাজার বন্ধ থাকে। দ্বিতীয়ত, আগামী বছর ১ ফেব্রুয়ারি সন্ত রবিদাস জয়ন্তী। যদিও অতীতে ১৯৯৯ সালে যশবন্ত সিনহা রবিবারেই বাজেট পেশ করেছিলেন এবং চলতি বছর ২০২৫ সালেও ১ ফেব্রুয়ারি শনিবার হওয়া সত্ত্বেও অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ বাজেটের ক্ষেত্রে শেয়ার বাজারের স্থিতিশীলতা ও প্রশাসনিক কাজকর্মের কথা মাথায় রেখে তারিখ পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy