লিওনেল মেসির (Lionel Messi) সফর ঘিরে যুবভারতীতে চরম বিশৃঙ্খলার ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ শুরু হয়েছে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করার পর এবার এই ঘটনায় স্বতঃপ্রণোদিত (Suo Motu) মামলা রুজু করল পুলিশ। শনিবার সন্ধ্যায় বিধাননগর দক্ষিণ থানায় এই মামলাটি দায়ের করা হয়েছে।
এই মামলায় একাধিক গুরুতর ধারা যুক্ত করা হয়েছে, যার মধ্যে নবপ্রবর্তিত ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি সংক্রান্ত আইনও রয়েছে।
যেসব গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে:
পুলিশের দায়ের করা মামলায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারার পাশাপাশি মোটর যান আইন (MPO) এবং সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি প্রতিরোধ আইন (PDPP Act)-এর ধারাও প্রয়োগ করা হয়েছে।
| ধারার নাম | সংহিতা | অভিযোগের প্রকৃতি এবং শাস্তির বিধান |
| ধারা ১৯২ | বিএনএস | বিদ্বেষমূলক ও বেপরোয়া আচরণ করে গণ্ডগোল করার জন্য উস্কানি দেওয়ার চেষ্টা। |
| ধারা ৩২৪ | বিএনএস | অস্ত্র, আগুন, বিষ বা বিস্ফোরক ব্যবহার করে কোনও ব্যক্তিকে আঘাত করা। এই আইনে কারাদণ্ড ও জরিমানা হতে পারে। |
| ধারা ৩২৬ | বিএনএস | বিস্ফোরক ব্যবহার বা সম্পত্তি ধ্বংস করার অপরাধ। দীর্ঘ সময়ের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে। |
| ধারা ১৩২ | বিএনএস | সরকারি কর্মচারীকে তাঁর দায়িত্ব পালনে বাধা দেওয়া, আঘাত করা। |
| ধারা ১২১ | বিএনএস | সরকারি কর্মচারীকে কর্তব্য পালন থেকে বিরত রাখতে স্বেচ্ছায় আঘাত করা হলে এই ধারা প্রযোজ্য। |
| ধারা ৯ | মোটর ভেহিকলস আইন (MPO) | মোটর যান সংক্রান্ত অপরাধ। |
| ধারা ৩ | পিডিপিপি আইন | সরকারি সম্পত্তি (যেমন স্টেডিয়ামের চেয়ার) ধ্বংস বা ক্ষতিসাধন। |
ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। এদিন দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের ডিজি রাজীব কুমার এবং এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম। যদিও এই বিষয়ে তাঁরা বিস্তারিত তথ্য দেননি। যুবভারতীতে ভাঙচুর, পুলিশের উপর আক্রমণ এবং অব্যবস্থাপনার জেরে এই কড়া আইনি পদক্ষেপের পর রাজ্যের ক্রীড়া ও রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে।