যুবভারতী কাণ্ড, মুখ ঢেকে আদালতে শতদ্রু দত্ত, পরিদর্শনে গেল তদন্ত কমিটি

লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতীতে নজিরবিহীন বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে আজ আদালতে পেশ করা হয়েছে। রবিবার বেলা ১১:৫০ মিনিট নাগাদ মুখ ঢেকে গাড়ি থেকে নামেন তিনি। শতদ্রু দত্ত আদালতে প্রবেশ করতেই বাইরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

শনিবারের এই লজ্জাজনক ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিলেন। সেই কমিটি আজ, রবিবার সকালে যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে পৌঁছে গেল। কমিটিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং তদন্ত কমিটির শীর্ষে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। কমিটি বিশৃঙ্খলার কারণ খতিয়ে দেখবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে।

বিশ্ব সংবাদে বাংলার লজ্জা, তোপ শুভেন্দু অধিকারীর

এদিকে, যুবভারতীর ভাঙচুরের ছবি দ্য গার্ডিয়ান এবং বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই এ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবি তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন। তিনি বলেন, নজিরবিহীন এই বিশৃঙ্খলা গোটা দেশকে লজ্জিত করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy