যুবভারতীর বিশৃঙ্খলা সামলে হায়দরাবাদে লিওনেল মেসি, নিরাপত্তার বেষ্টনীতে নিজামের শহর

GOAT Tour of India-র দ্বিতীয় পর্যায়ে শনিবার বিকেলে হায়দরাবাদে পৌঁছলেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়া বিশৃঙ্খলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজামের শহরে এবার আগে থেকেই নিরাপত্তার কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন।

শনিবার বিকেলে তেলাঙ্গানার শামশাবাদ বিমানবন্দরে পৌঁছনোর পরই ইভেন্টের আয়োজক এবং সরকারি কর্মকর্তারা তাঁকে জমকালো অভ্যর্থনা জানান। মেসি সেখান থেকে সরাসরি তাজ ফলকনুমা প্যালেসে যান। তাঁর সঙ্গে রয়েছেন ইন্টার মিয়ামি দলের দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল

নিরাপত্তার কড়াকড়ি

কলকাতার যুবভারতীর নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনার পর থেকেই হায়দরাবাদ পুলিশ সদাসতর্ক ছিল। মেসি হায়দরাবাদ পৌঁছনোর আগেই নিরাপত্তা বৃদ্ধির কথা সংবাদমাধ্যমকে জানিয়ে দেন হায়দরাবাদ পুলিশের ডিজি শিবধর রেড্ডি। তাজ ফলকনুমা প্যালেসেও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

জানা গিয়েছে, ফুটবল তারকার এই সফর প্রায় এক ঘণ্টার এবং এই সফরে তাঁর নানা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। প্যালেসে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। রাহুল গান্ধী এবং রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল ম্যাচ খেলার কথা রয়েছে লিওনেল মেসির।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy