যুবভারতীতে ভাঙচুর ও বিশৃঙ্খলা, মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার, আজ আদালতে পেশ; দোষীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) আগমন ঘিরে কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ শুরু করল প্রশাসন। যুবভারতী ক্রীড়াঙ্গনে উন্মত্ত জনতা ভাঙচুর চালানোর ঘটনায় ইভেন্টের মূল উদ্যোক্তা, হুগলির রিষড়ার বাসিন্দা শতদ্রু দত্তকে (Shatadru Dutta) গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আজই (রবিবার) বিধাননগর আদালতে তোলা হবে।

অন্যদিকে, ভাঙচুর ও গন্ডগোল সৃষ্টিকারীদের শনাক্ত করতে তৎপর হয়েছে বিধাননগর পুলিশ। পুলিশ সূত্রে খবর, স্টেডিয়ামের ভিতরে ও বাইরে যেখানে যেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সব এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানা এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ।

ফুটেজ সংগ্রহের তৎপরতা

ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ ফুটেজগুলি সংগ্রহ করার জন্য যুবভারতী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অফিশিয়াল ইমেইলও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ফুটেজগুলি সংগ্রহ করার পরই কারা ভাঙচুর করেছিল এবং কারা উস্কানি দিয়েছিল, সেই সমস্ত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কে এই শতদ্রু দত্ত?

মেসির মতো বিশ্বমানের খেলোয়াড়কে কলকাতায় নিয়ে আসার ‘চমক’ দেওয়া শতদ্রু দত্তের এই মুহূর্তে চরম দুর্দিন। রিষড়ার বাঙুর পার্ক এলাকার বাসিন্দা শতদ্রু, একসময় শ্রীরামপুর হলিহোম স্কুলে পড়তেন। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি তাঁর ঝোঁক ছিল। জানা গেছে, একসময় প্রাইভেট ফার্মে চাকরি করার পর তিনি জামাইবাবুর সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করেন। পরবর্তীতে সেই কাজকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারদের বাংলায় নিয়ে এসে দর্শকদের চমকে দেওয়াই ছিল তাঁর প্রধান লক্ষ্য।

মেসির আগমন ঘিরে রাজ্যের এই মেগা ইভেন্টটি শনিবার (গত কাল) চরম বিশৃঙ্খলার চেহারা নেয়। মেসিকে ঠিকমতো দেখতে না পাওয়ায় দর্শকদের ক্ষোভের মুখে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা যুবভারতী। ইভেন্টের অব্যবস্থাপনা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এই আবহে মূল উদ্যোক্তার গ্রেফতার এবং পুলিশের দ্রুত পদক্ষেপ ঘটনাটিকে নতুন মাত্রা দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy