শনিবার নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামতে না পারায় তৈরি হলো নয়া রাজনৈতিক তরজা। সশরীরে উপস্থিত হতে না পেরে প্রধানমন্ত্রী রাজভবন থেকে মাত্র ১৫ মিনিটের ভার্চুয়ালি ভাষণ দিলেও, তাতে মতুয়াদের নিয়ে কোনো সুনির্দিষ্ট বার্তা না থাকায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে মোদীর মৌনতা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল।
তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “বিজেপি নেতারা বড় বড় কথা বলছিলেন যে প্রধানমন্ত্রী মতুয়াদের সমস্যার সুরাহা করবেন। কিন্তু সেই বার্তা গেল কোথায়?” তৃণমূলের দাবি, মতুয়ারা এখন নাগরিকত্ব এবং এসআইআর তালিকায় নাম থাকা না-থাকা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। অথচ তাঁদের খাসতালুক তাহেরপুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সেই জ্বলন্ত ইস্যু এড়িয়ে গেলেন।
পাল্টা হিসেবে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে সরব হয়ে জানিয়েছেন, মতুয়ারা কারও দয়ায় বেঁচে নেই এবং সিএএ (CAA) তাঁদের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিয়েছে। তবে প্রশাসনিক সভায় সরাসরি কোনো ঘোষণা না থাকায় বিরোধীরা একে ‘রাজনৈতিক স্টান্ট’ বলে কটাক্ষ করছে। একদিকে মোদী যখন তৃণমূলের শাসনকে ‘মহাজঙ্গলরাজ’ বলে বিঁধছেন, অন্যদিকে তৃণমূল তখন মতুয়া আবেগ ও সুরক্ষা নিয়ে পাল্টা চাপে রাখছে বিজেপিকে।