মোদি-পুতিন বৈঠকের আবহেই চুপিসারে বিশাল পদক্ষেপ! কুড়ানকুলামে পৌঁছল রাশিয়ার প্রথম দফার পারমাণবিক জ্বালানি

শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের দিকে যখন গোটা বিশ্ব—চীন ও আমেরিকা সহ—নজর রেখেছিল, তখনই গোপনে ঘটে গেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। পুতিনের ভারত সফরের মাঝেই রাশিয়ার রাষ্ট্র পরিচালিত পারমাণবিক সংস্থা রোসাটম (Rosatom) জানিয়েছে, তারা তামিলনাড়ুর কুডানকুলামে প্রথম দফার পারমাণবিক জ্বালানি পাঠিয়ে দিয়েছে।

নোভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেটর প্লান্টের তৈরি এই পারমাণবিক জ্বালানি রোসাটমের নিজস্ব একটি কার্গো বিমানে করে তামিলনাড়ু পৌঁছেছে। জানা গিয়েছে, ঠিক এই ভাবে মোট ৭টি বিমানে করে রাশিয়া থেকে ভারতে এই জ্বালানি আসবে। এর পাশাপাশি, কিছু রিজার্ভ ফুয়েলও আসার কথা রয়েছে।

চুক্তির নেপথ্যে দীর্ঘমেয়াদি সরবরাহ: সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, ২০২৪ সালে ভারত এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী, কুডানকুলাম প্লান্টের তৃতীয় ও চতুর্থ পারমাণবিক চুল্লি VVER-1000 reactors-এর জ্বালানি সরবরাহ করার কথা রাশিয়ার। চুক্তি অনুযায়ী, প্রথম যখন চুল্লি তৈরি হবে তখন থেকে শুরু করে ওই পারমাণবিক চুল্লি যতদিন কার্যকর থাকবে, ততদিন ক্রেমলিন এই জ্বালানি সরবরাহ করে যাবে।

কুডানকুলাম প্লান্টে মোট ৬টি VVER-1000 চুল্লি রয়েছে, যা থেকে প্রায় ৬০০০ মেগাওয়াট শক্তি উৎপন্ন হতে পারে। প্রথম দুটি চুল্লি যথাক্রমে ২০১৩ এবং ২০১৬ সালে তৈরি হয়ে ভারতের পাওয়ার গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়। বাকিগুলি তৈরির কাজ এখনও চলছে। রোসাটম জানিয়েছে, কুডানকুলাম প্লান্টের প্রথম দু’টি চুল্লি তৈরির সময়ও রাশিয়া এবং ভারতীয় ইঞ্জিনিয়াররা যৌথভাবে কাজ করেছিল, যা দু’দেশের গভীর সহযোগিতার ইঙ্গিত দেয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy