লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর ঘিরে যুবভারতীতে যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা শুধু দেশ নয়, আন্তর্জাতিক স্তরেও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দর্শকদের ক্ষোভের তাণ্ডব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঝপথ থেকে ফিরে আসার ঘটনার পর রাজ্য সরকার এবার দ্রুত আইনি পদক্ষেপের পথে হেঁটেছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা ও তৎপরতা
চরম অব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেসি-সহ সমস্ত দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে তিনি ঘটনার তদন্তের জন্য একটি কমিটি তৈরির ঘোষণা করেন।
দায়িত্ব পাওয়ামাত্রই সেই কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের কালীঘাটের বাড়িতে তৎপরতার সঙ্গে আলোচনায় বসেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী।
রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা
বৈঠক শেষে মুখ্যসচিব মনোজ কুমার পন্থ তদন্তের অগ্রগতি নিয়ে খুব বেশি মন্তব্য করতে না চাইলেও বলেন, “প্রাথমিকভাবে আলোচনায় বসেছিলাম। আলোচনা হয়েছে। পরবর্তীকালে এই কাজ আরও এগোনো হবে।”
কমিটির সভাপতির দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় রিপোর্ট জমা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন:
“আগামী দুই সপ্তাহের মধ্যে চেষ্টা করা হচ্ছে রিপোর্ট জমা দেওয়ার। ঘটনাস্থলে যাওয়া হবে। প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং কর্তাদের সঙ্গে কথা বলা হবে। তদন্ত দ্রুত শেষ করতে বলা হয়েছে।”
বিচারপতি রায় আরও সতর্ক করে বলেন, “এখনই কে দোষী কে দোষী নয় তা মূল্যায়ন করা সম্ভব নয়। তদন্ত শুরু হোক তারপরেই গোটা বিষয়টি পরিস্কার হবে।”
উল্লেখ্য, এই ঘটনার প্রেক্ষিতেই শনিবার রাতেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে প্রথমে আটক করার পর গ্রেফতার করে পুলিশ। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক কঠোর ধারায় মামলা রুজু হয়েছে।