যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে নজিরবিহীন বিশৃঙ্খলার জেরে সদ্য ক্রীড়ামন্ত্রীর পদ খুইয়েছেন অরূপ বিশ্বাস। তদন্তের স্বার্থে ইস্তফা দিলেও, বর্তমানে রাজনৈতিক মহলে তাঁর সম্পত্তির পরিমাণ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ২০২১ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী, গত কয়েক বছরে তাঁর আয়ের গ্রাফ যেমন উর্ধ্বমুখী, তেমনই ব্যাঙ্কেও রয়েছে মোটা অঙ্কের আমানত।
এক নজরে অরূপ বিশ্বাসের সম্পদ:
-
ব্যাঙ্ক ব্যালেন্স: স্টেট ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক এবং অন্ধ্র ব্যাঙ্ক মিলিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে তাঁর মোট জমা টাকার পরিমাণ প্রায় ৬৫ লক্ষ ৫৪ হাজার ১৪৭ টাকা।
-
বিনিয়োগ ও সোনা: এলআইসি-তে প্রায় ১৭ লক্ষ টাকার বিমা পলিসি রয়েছে তাঁর। এছাড়া হলফনামা অনুযায়ী, তাঁর কাছে ৫ লক্ষ ৬৩ হাজার ৭৫০ টাকার সোনা রয়েছে।
-
স্থাবর সম্পত্তি: মন্ত্রীর নিজের নামে কোনও জমি বা বাণিজ্যিক ভবন নেই। নিউ আলিপুরে ১৫০০ স্কোয়ার ফুটের একটি বাড়ি রয়েছে, যা ১৯৯৭ সালে কেনা। বর্তমানে যার বাজারমূল্য প্রায় সাড়ে ২২ লক্ষ টাকা।
সব মিলিয়ে ২০২১ সালের হিসাব অনুযায়ী, অরূপ বিশ্বাস প্রায় ৯৩ লক্ষ ৩৮ হাজার ৬১০ টাকার সম্পত্তির মালিক। উল্লেখ্য, অরূপের কোনও নিজস্ব গাড়ি নেই।