যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা এবং ভাঙচুরের ঘটনায় এবার আইনি পথে হাঁটলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘটনার সঙ্গে কোনো যোগ না থাকলেও, সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে একের পর এক কুরুচিকর ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ প্রাক্তন ভারত অধিনায়কের।
বৃহস্পতিবার কলকাতা পুলিশের সাইবার সেলে ইমেলের মাধ্যমে লিখিত অভিযোগ জানিয়েছেন সৌরভ। তাঁর নিশানায় মূলত ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’-এর সভাপতি উত্তম সাহা। সৌরভের দাবি, ওই ব্যক্তি জেনেশুনে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে ভিত্তিহীন ও বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছেন।
অভিযোগপত্রে সৌরভ স্পষ্ট জানিয়েছেন, যুবভারতীর ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। একজন আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ ও প্রশাসক হিসেবে তাঁর দীর্ঘদিনের অর্জিত সুনাম নষ্ট করার চেষ্টা চলছে। লালবাজারের সাইবার সেল ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।