মেসি-কাণ্ডে এবার কোমর বেঁধে নামল সিট! যুবভারতীর সিসিটিভি ফুটেজ ও বোতলই এখন তদন্তের মূল হাতিয়ার

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে ঘটে যাওয়া নজিরবিহীন বিশৃঙ্খলার শিকড়ে পৌঁছতে এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। ১৩ ডিসেম্বর ঠিক কী ঘটেছিল, কারা প্রথম গ্যালারি থেকে জলের বোতল ছুড়েছিল— তা জানতে যুবভারতীর প্রতিটি সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্টেডিয়ামের নীচের টিয়ার থেকেই প্রথম অশান্তির সূত্রপাত হয় এবং পরে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি এদিন যুবভারতী ঘুরে দেখেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। গ্যালারিতে পড়ে থাকা জলের বোতল এবং ভাঙাচোরা অংশের নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম ও সুপ্রতিম সরকারের মতো শীর্ষ আধিকারিকদের নিয়ে গঠিত ৪ সদস্যের এই সিটের পরিধি বাড়িয়ে ৮ করার পরিকল্পনা চলছে। তদন্তকারীদের মূল লক্ষ্য হল নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি খুঁজে বের করা এবং দোষীদের চিহ্নিত করা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy