যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির শো বাতিল সংক্রান্ত বিতর্কের জেরে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অরূপ বিশ্বাস। সূত্রের খবর, এই মর্মে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন।
সাম্প্রতিক মেসি-কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল ক্রীড়া দফতরকে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং নৈতিক দায়বদ্ধতা থেকেই মন্ত্রী অরূপ বিশ্বাস এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
এদিকে, এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেছেন, “মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন।” কুণাল ঘোষের এই তাৎপর্যপূর্ণ মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে পুরো ঘটনাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাঁর হস্তক্ষেপেই হয়তো এই পদত্যাগের সিদ্ধান্তের প্রক্রিয়া শুরু হয়েছে।
রাজনৈতিক মহলে এখন প্রশ্ন—মুখ্যমন্ত্রী কি অরূপ বিশ্বাসের এই ইস্তফার ইচ্ছা গ্রহণ করে অন্য কাউকে এই দফতরের দায়িত্ব দেবেন, নাকি বিষয়টি আপাতত মুলতুবি রাখবেন? মন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে নবান্নের অন্দরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।