যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে নজিরবিহীন বিশৃঙ্খলা ও ‘মিস-ম্যানেজমেন্ট’ নিয়ে এবার বিস্ফোরক তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি সরাসরি মেনে নিলেন যে, পরিকল্পনা সঠিক থাকলে মুম্বই বা দিল্লির মতো কলকাতাতেও অনুষ্ঠানটি সুন্দর হতে পারত।
সাংসদ বলেন, “গোটাটাই একটা মিস-ম্যানেজমেন্টের নিদর্শন। হায়দরাবাদ বা মুম্বই পারলে আমরা কেন পারলাম না? আশা করি এই ভুল থেকে আমরা শিক্ষা পেয়েছি।” অরূপ বিশ্বাসের পদত্যাগ নিয়ে রচনার দাবি, ক্রীড়া দফতরের গাফিলতি ছিল বলেই আজ এই পরিস্থিতি। তবে মেসির সঙ্গে ছবি তোলার কোনো আক্ষেপ নেই রচনার। তাঁর কথায়, “আমি কাতারে মেসিকে খেলতে দেখেছি, তাই ছবি তোলার শখ ছিল না।” তিনি আরও যোগ করেন, যদি ভিড় কমিয়ে প্রসেনজিৎ বা দেবের মতো ইন্ডাস্ট্রির প্রকৃত মুখদের রাখা হতো, তবে অনুষ্ঠানটির গরিমা বজায় থাকত।