বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির (Lionel Messi) কলকাতায় আগমন ঘিরে আয়োজিত এক অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হলো। অভিযোগ, বহু টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে কাছ থেকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যুবভারতীর স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, স্টেডিয়ামের ভিতরে ভাঙচুর চালান উন্মত্ত ফ্যানেরা। এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে চরম অব্যবস্থাপনা এবং দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
‘এমন খেলা হয়েছে, পিসি বাড়ি চলে গিয়েছেন’: শুভেন্দু
যুবভারতীর এই বিশৃঙ্খলার ঘটনাকে সরাসরি শাসক দলের ব্যর্থতা বলে চিহ্নিত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, “এমন খেলা হয়েছে, পিসি বাড়ি চলে গিয়েছেন।” তাঁর কটাক্ষ, তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠান থেকে কোটি কোটি টাকা লুঠ করেছে। শুভেন্দু দাবি করেন, এই দুর্নীতির সঙ্গে যুক্তদের সমস্ত টাকা ফেরত দিতে হবে।
শাসক দলের দুই প্রভাবশালী মন্ত্রী, অরূপ বিশ্বাস ও সুজিত বসুর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিরোধী দলনেতা বলেন, “অরূপ (বিশ্বাস) ও সুজিতকে (বসু) কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যেতে হবে।” তাঁর অভিযোগ, এই বিশৃঙ্খল অনুষ্ঠানের আয়োজনের পেছনে কোটি টাকার দুর্নীতি লুকিয়ে আছে।
কেন এই বিশৃঙ্খলা?
অনুষ্ঠানস্থলে দর্শকদের সঠিক বসার ব্যবস্থা এবং মেসিকে দূর থেকে দেখতে পাওয়ার অব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল। ফ্যানেরা অভিযোগ করেন, আয়োজকদের চরম অব্যবস্থাপনার কারণেই টাকা দিয়েও বহু মানুষ মেসিকে এক ঝলক দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই বঞ্চনা থেকেই জন্ম নেয় তীব্র ক্ষোভ, যার ফলস্বরূপ স্টেডিয়ামের একাংশে ভাঙচুর চালানো হয়। এই ঘটনা ফের একবার রাজ্যের বড় অনুষ্ঠানগুলির আয়োজন নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল।