যুবভারতী ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য কোমর বাঁধছে কলকাতা পুলিশ। শহরের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে জনমানসে ওঠা প্রশ্নের মাঝেই আশ্বস্ত করলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি সাফ জানিয়েছেন, “প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আয়োজক ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। কলকাতা পুলিশ অত্যন্ত পেশাদার, বড় ইভেন্ট সামলানোর ক্ষমতা আমাদের আছে।”
একই সঙ্গে বড়দিন ও বর্ষবরণের উৎসবে পার্ক স্ট্রিট-সহ গোটা শহরে কড়া নজরদারি চালানো হবে। দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণের কথা মাথায় রেখে ডিসি পর্যায়ের অফিসারদের বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। অন্যদিকে, যুবভারতীতে মেসি সফরের আয়োজক শতদ্রু দত্তের সঙ্গে ছবি ঘিরে ওঠা বিতর্কেও ইতি টেনেছেন সিপি। তিনি জানান, মেসির থাকার হোটেল সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে শতদ্রু এসেছিলেন, তবে প্রোগ্রাম পরিবর্তনের পর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট সফল করতে কোনো খামতি রাখা হবে না বলে দাবি লালবাজারের।