যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে কেন্দ্র করে গত শনিবার যে নজিরবিহীন ভিড় এবং বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা নিয়ে তদন্তের গতি বাড়াল বিধাননগর পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং ভিডিও রেকর্ডিং খতিয়ে দেখে ইতিমধ্যেই সেই ভিড়ের মধ্যে থাকা অন্তত ৮০ জনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। খুব শীঘ্রই এই ৮০ জনকে তলব করবে বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)।
তদন্তকারীদের মূল লক্ষ্য হলো তিনটি বিষয় পরিষ্কার করা— ১) মাঠের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেঙে এই বিপুল সংখ্যক মানুষ ভেতরে ঢুকলেন কীভাবে? ২) টিকিট বা প্রয়োজনীয় নথি ছাড়া তাঁদের প্রবেশের অনুমতি কে দিয়েছিল? এবং ৩) মাঠের নিরাপত্তায় নিযুক্ত কর্মীদের কোনো গাফিলতি বা যোগসাজশ ছিল কি না? এই জিজ্ঞাসাবাদের পর দোষী সাব্যস্ত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।