শীতের আমেজ পড়তেই বাংলায় বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর এই সময়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির মুখে হাসি ফোটাতে রাজ্য সরকারের অন্যতম সফল প্রকল্প হলো ‘রূপশ্রী’। মেয়ের বিয়ের খরচ জোগাতে হিমশিম খাওয়া পরিবারগুলিকে স্বস্তি দিতে এই প্রকল্পের মাধ্যমে এককালীন ২৫,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।
কারা পাবেন এই সুবিধা? (প্রকল্পের শর্তাবলি): রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে নিচের শর্তগুলি পূরণ করতে হবে:
আয়: পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
বয়স: বিয়ের সময় কনের বয়স নূন্যতম ১৮ বছর এবং বরের বয়স নূন্যতম ২১ বছর হতে হবে।
বাসস্থান: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে (অন্তত গত ৫ বছর রাজ্যে বসবাস করতে হবে)।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট: আবেদনকারী কন্যার নিজস্ব নামে একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
আবেদনের জন্য কী কী নথি (Documents) প্রয়োজন? ১. কনের বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট/আধার কার্ড/ভোটার কার্ড)। ২. পারিবারিক আয়ের শংসাপত্র (ইনকাম সার্টিফিকেট)। ৩. কনে এবং হবু বরের রঙিন পাসপোর্ট সাইজ ছবি। ৪. বিয়ের কার্ড বা বিয়ের প্রমাণপত্র। ৫. কনের ব্যাঙ্কের পাশবইয়ের প্রথম পাতার ফটোকপি। ৬. আবেদনকারীর বৈবাহিক অবস্থা সংক্রান্ত স্বঘোষণাপত্র।
আবেদনের সঠিক সময় ও পদ্ধতি:
বিয়ের তোড়জোড় শুরুর সাথে সাথেই এই প্রকল্পের জন্য আবেদন করা উচিত।
কবে আবেদন করবেন: সাধারণত বিয়ের ৩০ থেকে ৬০ দিন আগে আবেদন করা বাধ্যতামূলক।
কোথায় যাবেন: আপনার এলাকার বিডিও (BDO) অফিস, মহকুমা শাসক (SDO) অফিস অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হবে।
টাকা পাওয়ার সময়: আবেদন মঞ্জুর হলে বিয়ের তারিখের ৪ থেকে ৫ দিন আগেই টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়।