‘মেয়েদের রাতে বাইরে যাওয়া উচিত নয়’-মমতার মন্তব্যে চরম বিতর্ক, ‘বোরখা পরিয়ে ঘরে রাখতে চান CM?’, প্রশ্ন সুকান্তর

কলকাতা/নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সাম্প্রতিক মন্তব্যে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার পর মুখ্যমন্ত্রী রবিবার মন্তব্য করেন যে, মেয়েদের রাতে বাইরে যেতে দেওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কি তবে রাজ্যের সমস্ত মহিলাদের বোরখা পরিয়ে ঘরে আটকে রাখতে চান?

সুকান্ত মজুমদার বলেন, “আগে যখন আর জি কর মেডিক্যাল কলেজে ঘটনা ঘটল, তখন একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল যে বেসরকারি সংস্থাগুলি মহিলাদের কম নাইট শিফট দেবে। এখন মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলাদের রাতে বাইরে যাওয়া উচিত নয়। তিনি কি চান যে সমস্ত মহিলা বোরখা পরে ঘরে থাকুন?”

দুর্গাপুরের এই ঘটনায় মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করলেও, বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে তাদের শিক্ষার্থীদের, বিশেষ করে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন। তিনি বলেন, “মেয়েদের রাতে (কলেজের) বাইরে যেতে দেওয়া উচিত নয়। তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে। ওটা একটি জঙ্গল এলাকা। পুলিশ সব মানুষকে খুঁজছে।”

বিজেপির কটাক্ষ ও ‘ভিকটিম শেমিং’-এর অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “কেউ ছাড় পাবে না। যে দোষী, তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তিনজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। আমরা কঠোর ব্যবস্থা নেব… অন্য রাজ্যে এমন ঘটনা ঘটলে সেটাও নিন্দনীয়।” তিনি মণিপুর, উত্তর প্রদেশ, বিহার ও ওডিশা সহ অন্যান্য রাজ্যে ঘটা অপরাধের সঙ্গে তুলনা টেনে বলেন, অন্যান্য রাজ্যের অপরাধ নিয়ে কেন নীরবতা?

অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যকে ‘ভিকটিম শেমিং’ বলে তীব্র সমালোচনা করা হয়েছে। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে বারবার নির্যাতিতাকেই দোষারোপ করছেন।

ভুক্তভোগীর বাবার বক্তব্য

এদিকে, ভুক্তভোগী মেডিক্যাল ছাত্রীর বাবার অভিযোগ অনুযায়ী, তাঁর মেয়ে রাত ৮টা থেকে ৯টার মধ্যে এক সহপাঠীর সঙ্গে বাইরে কিছু খেতে গিয়েছিলেন। সেখানেই দুজন-তিনজন পুরুষ এসে তাঁর মেয়েকে ধর্ষণ করে। তাঁর দাবি, সহপাঠী তাঁর মেয়েকে ‘ছেড়ে পালিয়ে গিয়েছিল’। তিনি কলেজ হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে তিন অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে।

(এশিয়ানেট নিউজএবল সূত্র ধরে এই সংবাদ পরিবেশন করা হয়েছে।)

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy