পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের (SIR) আবহে আবারও গুরুতর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ না দেওয়ার জন্য বুথ লেভেল অফিসারদের (BLO) উপর চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি অডিও কল রেকর্ড ভাইরাল হওয়ার পরই বিতর্ক তুঙ্গে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অডিও রেকর্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূলের জাহাঙ্গীর খান নামে এক নেতার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ করেছেন।
ভাইরাল অডিওতে কী আছে?
ভাইরাল হওয়া ওই অডিও কল রেকর্ডে শোনা যাচ্ছে, অভিযুক্ত তৃণমূল নেতা নাকি BLO-দের নির্দেশ দিচ্ছেন, মৃত ভোটারদের নাম যেন তালিকা থেকে বাদ না দেওয়া হয়। এই নির্দেশ মানতে অস্বীকার করলে তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ। এই ধরনের অনিয়মের চেষ্টা ভোটার তালিকা সংশোধনের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
শুভেন্দু অধিকারীর অভিযোগ:
শুভেন্দু অধিকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন, শাসকদল তাদের আধিপত্য বজায় রাখতে এবং আসন্ন নির্বাচনগুলিতে সুবিধা নিতে ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় কারচুপি করছে। তাঁর অভিযোগ, মৃত ভোটারদের নাম রেখে দেওয়ার জন্য তৃণমূলের স্থানীয় নেতারা প্রশাসনিক কর্মীদের উপর ভয়াবহ চাপ সৃষ্টি করছেন।
রাজনৈতিক প্রতিক্রিয়া:
এই ঘটনাকে কেন্দ্র করে ফলতাসহ রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতর।
বিজেপি এই অডিও রেকর্ডকে প্রমাণ হিসেবে দাবি করে বলছে যে, এটি তৃণমূলের বৃহত্তর চক্রান্তের অংশ।
যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাধারণত এই ধরনের অভিযোগ উঠলে শাসকদল সেটিকে ভুয়ো বা সাজানো কল রেকর্ড বলে উড়িয়ে দেয় এবং বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার পাল্টা অভিযোগ করে।
নবদ্বীপের ড্রেন থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনার পর ফলতার এই নতুন অডিও ক্লিপ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নতুন বিতর্কের জন্ম দিল। এই অভিযোগের সত্যতা যাচাই করতে এবং ঘটনার গভীরে যেতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।