মাসে ১০০০ টাকা নিশ্চিত! লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার ‘মানবিক’ স্কিমে নাম তোলাচ্ছেন রাজ্যবাসী, আপনি কি যোগ্য?

বাংলার ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছে দেওয়ার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরও বেশি জোর দিচ্ছে ‘মানবিক’ (Manabik Pension Scheme) প্রকল্পের ওপর। রাজ্যের প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সুরক্ষা দিতেই এই বিশেষ ভাতার ব্যবস্থা করেছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর। লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে (DBT) পৌঁছে যাবে।

কারা পাবেন এই ১০০০ টাকা? (যোগ্যতা)
মানবিক প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে

প্রতিবন্ধকতার হার: আবেদনকারীকে ন্যূনতম ৪০ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধী হতে হবে (আগে এটি ৫০ শতাংশ ছিল, যা পরে কমানো হয়েছে)।

বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অন্তত ১০ বছর এই রাজ্যে বসবাস করতে হবে।

আর্থিক অবস্থা: আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে।

শংসাপত্র: সংশ্লিষ্ট সরকারি মেডিকেল অফিসার বা বোর্ড দ্বারা স্বীকৃত ‘ডিসএবিলিটি সার্টিফিকেট’ থাকা বাধ্যতামূলক।

কীভাবে আবেদন করবেন?
মানবিক ভাতার জন্য আবেদন করা অত্যন্ত সহজ। আপনি চাইলে অফলাইনে নিচের জায়গাগুলি থেকে ফর্ম সংগ্রহ করতে পারেন: ১. গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও (BDO) অফিস। ২. পুরসভা এলাকার ক্ষেত্রে মহকুমা শাসক (SDO) অফিস। ৩. কলকাতা কর্পোরেশন এলাকার ক্ষেত্রে কেএমসি (KMC) সদর দপ্তর।

প্রয়োজনীয় নথি: আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স, ইনকাম সার্টিফিকেট এবং ডিসএবিলিটি সার্টিফিকেটের কপি জমা দিতে হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy