রাজ্য সরকারের বিরাট উদ্যোগে মালদহ জেলার প্রত্যন্ত গ্রামগুলি এবার শহরের সঙ্গে যুক্ত হতে চলেছে। বর্ষার মরশুমে অল্প বৃষ্টিতেই যেখানে রাস্তা জল জমে অচল হয়ে পড়ত, হাঁটাচলা ও কৃষিকাজসহ বিভিন্ন সমস্যায় পড়তে হত জেলার লক্ষাধিক মানুষকে, এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে পদক্ষেপ নিল সরকার।
একই দিনে মালদহ জেলা জুড়ে প্রায় ৩৪৫ কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয়েছে। প্রায় ২১৪ কোটি টাকা ব্যয়ে মালদহ জেলার পৌরসভা এবং ব্লক এলাকার ৩২৮টি নতুন রাস্তার কাজ শুরু হচ্ছে।
পথশ্রী প্রকল্পের অধীনে চতুর্থ পর্যায়:
জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে জেলার বিভিন্ন প্রান্তের বেহাল রাস্তার স্থায়ী সমাধান হচ্ছে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে। মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার একটি প্রশাসনিক সভা থেকে রাজ্যজুড়ে চতুর্থ পর্যায়ের পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের অধীনে প্রায় ২০ হাজার কিমি রাস্তার কাজের ভার্চুয়ালি শিলান্যাস করেছেন। এর অংশ হিসেবেই মালদহ জেলা জুড়ে ৩২৮ টি রাস্তার কাজের শিলান্যাস করা হয়।
মালদহের ইংরেজবাজার, পুরাতন মালদহ, গাজোল, চাঁচল সহ জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম এলাকায় এই রাস্তার কাজ হবে। এই পাকা রাস্তা তৈরি হওয়ার ফলে জেলার লক্ষাধিক মানুষ উপকৃত হবেন।
গ্রামবাসীদের স্বস্তি:
ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকার বাসিন্দা হায়দার আলী জানান, “এতদিন বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হত। হাঁটাচলা এবং কৃষি কাজের ক্ষেত্রে সমস্যা হত গ্রামবাসীদের। তবে এবারে পাকা রাস্তা হওয়ার পর গ্রামবাসীর সমস্যা মিটবে।” দীর্ঘদিন পর পাকা রাস্তা পেয়ে প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।