মাওবাদী দমনে ৯২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, ‘শহুরে নকশালদের’ মনোবলে বড় ধাক্কা: দাবি কেন্দ্রের

দেশজুড়ে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য পেয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক মাওবাদী বিরোধী অভিযানগুলিতে মোট ৯২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কেন্দ্রের দাবি, এই আর্থিক আঘাতের ফলে মাওবাদী সংগঠনের অর্থের জোগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, এর ফলে ‘শহুরে’ নকশাল বা মাওবাদীদের মনোবলেও বড় ধাক্কা লেগেছে।

অভিযানে এনআইএ, ইডি ও রাজ্য

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই অভিযানে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র একটি বিশেষ দল প্রায় ৪০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এছাড়াও, বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট দফতর অভিযান চালিয়ে আরও প্রায় ৪০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি

মাওবাদী প্রভাব কমেছে উল্লেখযোগ্যভাবে

কেন্দ্রের বক্তব্য, এই ধারাবাহিক অভিযানের ফলেই মাওবাদী সংগঠনগুলির ভিত নড়ে গিয়েছে। বিশেষ করে শহুরে মাওবাদীদের মধ্যে মানসিকভাবে ভীতি তৈরি হয়েছে। সরকারি তথ্যে দাবি করা হয়েছে, মাওবাদী প্রভাবিত এলাকার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে:

  • ২০১৪ সালে: দেশে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ছিল ৩৬টি।

  • বর্তমানে: সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র তিনটিতে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সাম্প্রতিক বিভিন্ন সভায় এই তথ্য তুলে ধরতে দেখা গিয়েছে।

আত্মসমর্পণের সংখ্যা বৃদ্ধি, নিহত শীর্ষ নেতা

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১৭ জন মাওবাদী নিহত হয়েছেন এবং ৮৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। আত্মসমর্পণের প্রবণতাও দ্রুত বাড়ছে; এ বছর এখনও পর্যন্ত ১ হাজার ৯৭৩ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন।

কেন্দ্র আরও জানিয়েছে, গত দু’বছরে মোট ২৮ জন শীর্ষ মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। গত বছরে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির এক শীর্ষ নেতা নিহত হন, চলতি বছরে সেই তালিকায় যুক্ত হয়েছেন আরও পাঁচ জন কেন্দ্রীয় কমিটির নেতা।

২৫ লক্ষ টাকার ইনামি নেতার আত্মসমর্পণ

গত নভেম্বর মাসেই মহারাষ্ট্র পুলিশের কাছে আত্মসমর্পণ করেন নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির বিশেষ জোনাল কমিটির সদস্য ও মুখপাত্র বিকাশ নাগপুরে ওরফে মাওবাদী নেতা অনন্ত। তাঁর সঙ্গে আরও ১০ জন আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণের আগে অনন্ত, মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ-ছত্তিশগড় (MMC) অঞ্চলের অন্যান্য মাওবাদী ক্যাডারদের অস্ত্র জমা দেওয়ার জন্য প্রস্তুত করতে, তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি লিখে অভিযান বন্ধ রাখার অনুরোধ করেছিলেন এবং ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছিলেন। তবে গত ২৭ নভেম্বর তিনি পুনরায় চিঠি লিখে আত্মসমর্পণের সময় কমানোর ইচ্ছা প্রকাশ করেন।

কেন্দ্র সরকারের লক্ষ্য হল আগামী বছরের ৩১ মার্চের মধ্যেই দেশ থেকে মাওবাদী কার্যকলাপ সম্পূর্ণ নির্মূল করা। সেই লক্ষ্যেই গত কয়েক মাস ধরে মাওবাদী এলাকায় লাগাতার অভিযান চলছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy