বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের একটি বিতর্কিত ভিডিও ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। এক সরকারি অনুষ্ঠানে হিজাব পরিহিত মহিলা আয়ুষ চিকিৎসকের মুখ থেকে কাপড় সরানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে এনডিএ এবং বিরোধীদের মধ্যে যুদ্ধংদেহি পরিস্থিতি তৈরি হয়েছে।
ঘটনার সূত্রপাত: মঙ্গলবার ১,২০০ চিকিৎসকের নিয়োগপত্র বিলি অনুষ্ঠানে এক মহিলা চিকিৎসকের সঙ্গে কথা বলার সময় আচমকাই তাঁর হিজাব সরানোর চেষ্টা করেন নীতীশ কুমার। পাশে থাকা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তাঁকে আটকানোর চেষ্টা করলেও ততক্ষণে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে যায়।
বিতর্কিত মন্তব্য: মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দাবি করেছেন, নীতীশ কুমার অভিভাবকের মতো আচরণ করেছেন। তবে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, ওই মহিলা যদি এতে অপমানিত বোধ করে চাকরি ছেড়ে দেন? গিরিরাজ সপাট জবাবে বলেন, “ও চাকরি না চাক বা নরকে যাক…।” এই মন্তব্যের পরই আসরে নেমেছেন পিডিপি নেত্রী ইলতিজা মুফতি। তিনি গিরিরাজের মুখ ‘ফিনাইল দিয়ে ধোয়ার’ পরামর্শ দিয়েছেন। অন্যদিকে জেডিইউ-র দাবি, নীতীশজি কেবল ওই সফল কন্যার মুখ সমাজকে দেখাতে চেয়েছিলেন।