মহিলাদের জন্য লটারি! দ্বিগুণ হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান, কবে থেকে মিলবে বর্ধিত সুবিধা?

মমতা সরকারের জনপ্রিয়তম প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে এবার বড়সড় আপডেট সামনে এল। রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা দিতে চালু হওয়া এই প্রকল্পের ভাতা কি এবার দ্বিগুণ হতে চলেছে? রাজনৈতিক মহলে কান পাতলে তেমনই ইঙ্গিত মিলছে। বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পান। তবে জল্পনা ছড়িয়েছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই অঙ্ক বেড়ে যথাক্রমে ১৫০০ এবং ১৮০০ টাকা হতে পারে।

ইতিমধ্যেই তৃণমূল নেত্রী সায়নী ঘোষের এক বক্তব্য এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। অন্যদিকে, চলতি মাসের টাকা ঢোকা নিয়েও তৎপরতা শুরু হয়েছে নবান্নে। সূত্রের খবর, অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে ৮ জানুয়ারির মধ্যেই টাকা পৌঁছে যাবে। তবে কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে ১০ জানুয়ারির মধ্যে অবশ্যই টাকা পাবেন মহিলারা। বিশেষত যারা নতুন আবেদন করেছিলেন, তাঁদের জন্য রয়েছে সুখবর; চলতি মাসেই তাঁদের তালিকায় নাম ওঠার সম্ভাবনা প্রবল। লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও বার্ধক্য ও বিধবা ভাতার মতো প্রকল্পগুলিও রাজ্যবাসীর আর্থিক সুরাহা দিচ্ছে। এখন দেখার, মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশনে ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো চূড়ান্ত সিলমোহর দেন কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy