মহানন্দার জল এবার সরাসরি মাঠে! মালদহে নয়া সেচ প্রকল্পে ঘুচবে ১০০ বিঘা জমির জলসংকট

মালদহের চাঁচল এলাকায় কৃষি কাজে আমূল পরিবর্তন আনতে বড়সড় পদক্ষেপ নিল জেলা জলসম্পদ ও সেচ দপ্তর। মূলত উঁচু জমিগুলিতে জল পৌঁছে দিতে ‘আর.এল.আই’ (RLI) বা নদী জলসেচ প্রকল্পের মাধ্যমে আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে মহানন্দা নদী থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে চাষের জমিতে জল পৌঁছে দেওয়া হবে। বিশেষ বিষয় হলো, এই ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহার করা হবে সোলার প্যানেল।

এদিন চাঁচলের মহানন্দপুর ও সংলগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। স্থানীয় কৃষক শরিফুদ্দিন আহমদ জানান, ১০০ বিঘা জমিতে ধান, ভুট্টা ও পাটের চাষ হলেও জলের অভাবে তাঁরা সমস্যায় পড়তেন। রবিউল ইসলাম আশ্বস্ত করেছেন যে, ইতিমধ্যে ১৫০ বিঘা জমির জন্য কাজ শেষ হয়েছে এবং আরও ১০০ বিঘা জমির জন্য নতুন বরাদ্দ করা হয়েছে। নদী তীরবর্তী এই জমিগুলিতে জল পৌঁছে গেলে মালদহের কৃষি অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy