মহাকাশে ভারতের ‘বাহুবলী’র গর্জন! মার্কিন কৃত্রিম উপগ্রহকে কক্ষপথে বসিয়ে বিশ্বজয়ী ইসরো

মহাকাশ বিজ্ঞানে ভারত এখন অপ্রতিরোধ্য। বুধবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আরও এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট এলভিএম৩ (LVM3)-এ চড়ে মহাকাশে পাড়ি দিল আমেরিকার অত্যন্ত ভারী বাণিজ্যিক উপগ্রহ ‘ব্লুবার্ড ব্লক-২’।

এএসটি স্পেসমোবাইল সংস্থার তৈরি এই কৃত্রিম উপগ্রহটির ওজন প্রায় সাড়ে ৬ টন। এত বিপুল ওজনের উপগ্রহকে মহাকাশে পৌঁছে দেওয়ার সক্ষমতা বর্তমানে বিশ্বের খুব কম দেশেরই আছে। বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে এলভিএম৩ রকেটটি উৎক্ষেপণ করা হয়। মাত্র ১৫ মিনিটের মাথায় ৫২০ কিলোমিটার উচ্চতায় নির্ধারিত কক্ষপথে নির্ভুলভাবে উপগ্রহটিকে প্রতিস্থাপিত করে ভারতের এই ‘বাহুবলী’ রকেট। গত ১৯ অক্টোবর এই স্যাটেলাইটটি আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল। ইসরোর এই বাণিজ্যিক সাফল্যে ভারতের মহাকাশ বাণিজ্যের দরজাও যে আরও প্রশস্ত হলো, তা বলাই বাহুল্য। এই অভাবনীয় সাফল্যের পর উপরাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy